ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আরাবী ও পাবনা দইঘর এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

পাবনা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

আরাবী ও পাবনা দইঘর এ  ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়
২০শে সেপ্টেম্বর/২০২২ইং মঙ্গলবার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী অফিস কতৃপক্ষ ।

উক্ত অভিযানে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় মেসার্স আরাবী পিউরিফায়েড ড্রিংকিং ওয়াটার, গোকুলনগর, ঈশ্বরদী, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস, বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ৪০,০০০.০০ (চল্লিশ হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া একই অভিযানে বিএসটিআই'র অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় মেসার্স পাবনা দই ঘর, কলেজ রোড, ঈশ্বরদী, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) জরিমানা আদায় করেন এবং লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত থাকতে বলেছেন। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।