ভ্রাম্যমাণ আদালতে ট্রাক্টর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে চালক, সহকারী ও মালিকরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ চলে।
অবরোধকারীরা জানান, ট্রাক্টরে অবৈধভাবে বালু বহন করলে জেল-জরিমানার বিধান রয়েছে। কিন্তু তা না করে ভ্রাম্যমাণ আদালতে ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়। তারা এ ঘটনার বিচার দাবি করে শ্লোগান দেন। ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা আরও জানান, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্যাহ বিন শফিক এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দুটি ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়। এ সময় একটি ট্রাকে বালু ছিল আরেকটিতে কিছু ছিল না।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র মো. মুকিতুর রহমান, ইউএনও মো. আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন এ বিষয়ে ব্যবস্থা নিতে আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
ওসি ইজার উদ্দিন বলেন, সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। তবে আগুন লাগার বিষয়টি জানা নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্যাহ বিন শফিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি।
গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, ট্রাক্টর পুড়িয়ে দেওয়ার কথা নয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জের ইউএনও তাকে জানিয়েছে, সহকারী কমিশনার ঘটনাস্থল থেকে ফিরে আসার দুই ঘণ্টা পর ট্রাক্টরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, বালু উত্তোলনকারী সিন্ডিকেট পরিকল্পিতভাবে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযান না হয়। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।