Can't found in the image content. মানিকগঞ্জে কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মানিকগঞ্জে কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

মানিকগঞ্জে কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি করবস্থান থেকে আবারও চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় বড়বোয়ালী কবরস্থানে এ ঘটনা ঘটে।

শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, ‘সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ছয়-সাতটি কবর খোঁড়া রয়েছে। এর মধ্যে চারটি কবরে কঙ্কাল নেই। রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, দুদিন আগের রাতেও একই কবরস্থান থেকে চারটি এবং এর আগে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।