পিরোজপুর ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকা থেকে গরু সহ সাইফুল ইসলাম (৩২) নামে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের শহীদ ফজলুল হক মনি শেতু সংলগ্ন এলাকা থেকে চুরি করা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
টগড়া গ্রামের সোহরাব হাওলাদার বলেন হঠাৎ করে আমি দূর থেকে দেখতে পাই আমার গরুর মতো একটি গরু নিয়ে অচেনা এক লোক হাটতেছিলো পরে ওই ব্যক্তির কাছে গিয়ে গরুর কোথায় পেয়েছে সেই কথা জিজ্ঞাসা করলে সে কিছু বলতে না পারায় আমার সন্দেহ হয়। পরে আমি এলাকাবাসীকে ডাক দিলে তারা এসে গরু সহ চোরকে হাতেনাতে ধরে মারধর করে। পরে তারা স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানায় ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাইফুল ইসলাম নামে ওই ব্যক্তিতে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত সাইফুল ইসলাম পিরোজপুরের সংকরপাশা ইউনিয়ন এর দক্ষিন গাজীপুর গ্রামের মোঃ সোবাহান খান এর ছেলে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, টগড়া গ্রাম থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গরু সহ ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।