ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মধুপুরে কবর স্থানের জমি বেদখল : আহত ২

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

মধুপুরে কবর স্থানের জমি বেদখল : আহত ২
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কবরস্থানের জায়গা বেদখল করায় হামলায় অন্তত ২ জন আহত হয়েছে। সোমবার উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানিটেকী গ্রামে পারিবারিক কবর স্থানের জায়গা বেদখল করে ঘর ণির্মাণের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা করায় বাদীর পরিবার কে হুমকি দিচ্ছে বিাবাদী পক্ষ বলে অভিযোগ তুলেছেন মামলার বাদী শামছুল আলম। 

থানায় অভিযোগকারী ভবানীটেকী গ্রামের শামছুল আলম জানায়, আমার সাথে পারিবারিক কবর স্থানের জমি নিয়ে একই গ্রামের রমিহ মন্ডলের ছেলে ছানোয়ারদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১১ সেপ্টেম্বর দুপুরে বিবাদী ছানোয়ার হোসেন ও তার বাহামভূক্ত লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে নিয়ে কবর স্থানের নামে রাখা আমার সম্পত্তিতে জোর পূর্বক ঘর ণির্মাণের চেষ্ঠা করেন।

এসময় আমি ও আমার ছোট ভাই শরিফ ঘর ণির্মানে নিষেধ করায় রহিম মন্ডলের ছেলে ছানোয়ার  হোসেন ও তার ছেলে সোহাগ, কেরামত আলী, সোহাগের স্ত্রী শীলা বেগম, মেয়ে চৈতী খাতুন অজ্ঞাত নামা কয়েক জন মিলে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী মারপিট শুরু করেন। এতে আমার ছোট ভাই শরীফ কে দা দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুত্বর আহত করেন।

আহত শামছুল আলম (৪০)ও তার ভাই শরিফ আহমেদ(৩৪) কে স্থানীয়রা উদ্ধার করে আহতদের প্রথমে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে আহত শামছুল আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মধুপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-১৫/২২। এই ঘটনায় মামলা করায় আমাকে ও আমার পরিবার নানাভাবে কে হুমকি দিচ্ছে বিাবাদী পক্ষ। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। এঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান আহত শামছুল আলম।

এবিষরেয় জানতে বিবাদী ছানোয়ারদের বাড়ীতে গেলে কাউকে পাওয়াযায়নি।