Can't found in the image content. ফুলবাড়ীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

ফুলবাড়ীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভুইয়া'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেল -১০ এর সহকারী কর কমিশনার আবদুল্লাহিল গালিব।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মিজানুর রহমান,থানার পুলিশ পরির্দশক তদন্ত মো.শফিকুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.এছার উদ্দিন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম,পুঁজা উদযাপন কমিটি উপজেলা শাখার সদস্য সচিব ধিমান চন্দ্র সাহা,প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী,শিক্ষক শ্যামল চন্দ্র,মহেন্দ্র সরকার,কমল কিসকু প্রমুখ।

এসময়শিক্ষক,শিক্ষার্থী,ইমাম,পুরোহিত,জনপ্রতিনিধি,সুধিজন,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,পুলিশ,আনছার ও বিজিবি প্রতিনিধি উপস্থিত ছিলেন।