গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হাজতির সঙ্গে এক তরুণীর (২০) বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।
ওই হাজতির নাম মো. সুজন (২১)। কারাগারে তার হাজতি নং ৯০৪/২২। তিনি নরসিংদীর মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দি রয়েছেন সুজন। কনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার কারাগারের অফিস কক্ষে হাজতি সুজন ও ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।