দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, মানিক রতন, এনামুল হক, মাওলানা নবিউল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, আলাদিপুর ইউনিয়নের সচিব মো. রাজিউর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় ০-৪৫ দিনের সকল শিশুকে বিনামূল্যে নিবন্ধন করে পৌরসভা ও ৭টি ইউনিয়নে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সকলের সহযোগিতা চাওয়া হয়।