বিদ্যালয়ে যাওয়ার জন্য গত ৪ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয় সিফাত হোসেন (১২)। বরিশালের হিজলা উপজেলার সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী ওইদিন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আজও ফেরেনি বাড়ি। পাগল প্রায় বাবা-মা হন্যে হয়ে খুঁজলেও গত ১৫ দিন যাবত তার সন্ধান দিতে পারেনি কেউ।
নিখোঁজ সিফাত হোসেন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. বাকি বিল্লাহ আকনের ছেলে।
এই ঘটনায় হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের মা আয়শা বেগম।
তিনি জানান, স্কুলে যাওয়ার জন্য সকাল বাড়ি থেকে হয়। বিকালে না ফেরায় আত্মীয়-স্বজন এবং সহপাঠী বন্ধুদের বাড়ি খুঁজতে থাকি। পরের দিন স্কুলে গিয়ে ক্লাসের সকল সহপাঠী এবং শিক্ষকদের নিকট জানতে চাইলে কেউ তার সন্ধান দিতে পারেনি পরিবারের ছোট ছেলেকে।
পরিবারের বরাত দিয়ে হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, গত ৪ সেপ্টেম্বর স্কুলের যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে সিফাত বের হয়। বরিশাল-হিজলা সড়ক হয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। ওইদিন স্কুলেও যায়নি সিফাত।
জিডির বিষয়ে ওসি জানান, নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজে বের করতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে। এছাড়া স্কুলে কোনো বিষয় রয়েছে কিনা তাও জানার চেষ্টা চলছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. হেমায়েত হোসেন বলেন, নিখোঁজ সিফাত অনেক ভদ্র ও পড়াশুনায় খুবই ভালো ছিলো। তার নিখোঁজের খবরে স্কুলের অন্যান্য ছেলে-মেয়েদের মধ্যে আতংক দেখা দিয়েছে।