Can't found in the image content. কুমিল্লায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

কুমিল্লায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

কুমিল্লায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা
কুমিল্লায় কায়সার হামিদ নামে এক পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় দুগ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওই পরিদর্শক। 

রোববার রাতে শহরতলির বাজগড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত পুলিশ পরিদর্শক কায়সার হামিদ কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে কর্মরত রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, রোববার রাত ১১টার দিকে বাজগড্ডা বাজারসংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।