ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

দক্ষিণী অভিনেত্রী দীপার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

দক্ষিণী অভিনেত্রী দীপার রহস্যজনক মৃত্যু
ভারতে আরও এক অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপা ওরফে পাওয়েল জেসিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  

কয়েকদিন আগে গীতিকার কাবিলানের মেয়ে থুরিগাই আত্মহত্যা করেন। তদন্তে জানা যায় বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দীপার মৃত্যুর খবর এলো।  

গুঞ্জন রয়েছে প্রেমঘটিত সমস্যার জেরে আত্মহত্যা করেছেন দীপা। তার তামিল ইন্ডাস্ট্রির ভালো জায়গাতে যাওয়ার সম্ভবনা ছিল বলে মনে করেন অনেকে।