জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১
১২
কেজি ওজনের বিশালাকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায়
এক জেলের জালে। মাছটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৬০০ টাকা।
শনিবার
সকাল ৭টার দিকে পদ্মানদীর মোহনার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে রতন হালদারের জালে মাছটি
ধরা পড়ে।
দৌলতদিয়া
ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান সেখ এক হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকা
দিয়ে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।
জেলে
রতন হালদার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নৌকা নিয়ে কয়েকজন মিলে পদ্মার
৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে বসে থাকি। শনিবার ভোরে জালে জোরে একটা ধাক্কা
মারলে বুঝতে পারি; জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সবাই মিলে একটু সময় নিয়ে জাল পানি
থেকে তুলে দেখি বিশাল আকৃতির একটি বড় চিতলমাছ ধরা পড়েছে। এতো বড় চিতল জালে পাবো তা
কখনো কল্পনা করিনি বলে জানান তিনি।
দৌলতদিয়া
৫নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, ১২ কেজি ওজনের চিতলটি জেলে রতন
হালদারের কাছ থেকে শনিবার সকাল ৭টার দিকে এক হাজার ৫৫০ টাকা কেজিতে ১৮ হাজার ৬০০ টাকায়
কিনে নিয়েছি। এখন ৫০ টাকা লাভে ১৯ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে বলে
জানান তিনি।
এ
বিষয়ে রাজবাড়ী জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান যুগান্তরকে বলেন,
বর্ষা মৌসুমে নদীতে বিভিন্ন ছোট বড় মাছ পাওয়া গেলেও ১২ কেজি ওজনের এতবড় চিতল একেবারেই
পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।