Can't found in the image content. নতুন কমিটিতে স্থান না পেয়ে বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

১৪ বছর সভাপতি থাকার পর

নতুন কমিটিতে স্থান না পেয়ে বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

নতুন কমিটিতে স্থান না পেয়ে বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি
কাজী এনায়েত হোসেন বাচ্চু। ২০০৮ সালে তাকে সভাপতি করা হয় বরিশাল সদর উপজেলা বিএনপির। দীর্ঘ ১৪ বছরে পূর্নগঠন করতে পারেনি উপজেলার দশ ইউনিয়ন বিএনপি। কমিটি গঠনের নাম করে বছরের পর বছর নেতাকর্মীদের কাছ থেকে নিয়েছেন নানান সুযোগ-সুবিধা। 

২০০৮ পরবর্তী বিএনপি জোটের আন্দোলনে এখন পর্যন্ত কারাগারে যাওয়ার নজির নেই। দীর্ঘ এই সময়ে শুধুমাত্র তিনটি মামলার আসামী হয়েছেন; যার থেকে ইতিমধ্যে অব্যহতি পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দল পূর্নগঠনের লক্ষ্যে গতবছরের ৩ নভেম্বর এ্যাডভোকেট মো. মজিবুর রহমান নান্টুকে আহবায়ক ও আকতার হোসেন মেবুলকে সদস্যসচিব করে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

নতুন কমিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে জেলার আওতাধীন ৮টি ইউনিটের জন্য পৃথক পৃথক টিম গঠন করে।

উক্ত টিম এবং কেন্দ্রের সুপারিশের ভিত্তিতে গত শুক্র ও শনিবার বরিশাল সদর উপজেলা, বানারীপাড়া এবং বাকেরগঞ্জ পৌর কমিটি ঘোষণা করেন।

নতুন এই তিন কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপিকে সাধুবাদ জানালেও সদর উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিল এবং জেলা কমিটি বিলুপ্তের দাবিতে মাঠে নেমেছে একটি পক্ষ।

যাদের সাথে দলের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সু-সম্পর্ক নেই বলে দাবি নব-গঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের।
তিনি বলেন, যারা আন্দোলন-সংগ্রামে মাঠে রয়েছে তাদেরকে রেখেই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে শনিবার বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত সদর উপজেলা বিএনপির ১৪ বছরের সাবেক সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু।

তিনি সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি ও দক্ষিণ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
একটানা ১৪ বছর সভাপতি থাকার পর এক বছর না হওয়ার আগেই জেলা কমিটি বাতিল কিভাবে চান এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান এনায়েত হোসেন বাচ্চু। 

দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত এবং শারিরিকভাবে অসুস্থ থাকা নতুন কমিটির এক নম্বর সদস্য মো. জিয়াউল ইসলাম সাবু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনুরোধ এবং পরামর্শ উপেক্ষা করে অনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সদ্য ঘোষিত কমিটির দুই নম্বর যুগ্ম আহবায়ক মন্টু খানসহ নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা বরিশাল বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিকাল ৫টায় নতুন কমিটির নেতা-কর্মীরা গিয়ে তালা খুলে ভিতরে আলোচনা সভা করেন।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতা-কর্মীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু বলেন, কমিটি নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন ও প্রতিবাদ করতে পারেন। এটা তাদের অধিকার। তবে স্বচ্ছতার ভিত্তিতেই যোগ্য নেতাদের কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।