Can't found in the image content. ‘কপিলা’ হচ্ছেন সামিরা খান মাহি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘কপিলা’ হচ্ছেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

‘কপিলা’ হচ্ছেন সামিরা খান মাহি

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দর্শকহৃদয়ে গেঁথে থাকা ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার কুবের ও কপিলা চরিত্র দুটি এখন ছোট পর্দায় আসতে যাচ্ছে। সেখানেই কপিলা চরিত্রে দেখা যাবে মাহিকে।

এমন যদি হতো’ নামের একটি ধারাবাহিক নাটকে ‘কুবের’ ও ‘কপিলা’ চরিত্র দুটি থাকবে। এই নাটকেই কপিলা চরিত্রে অভিনয় করছেন মাহি। এ জন্য শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় নাটকটির শুটিং ব্যাংককে শুরু হয়েছে। এই নাটকের বিষয়ে মাহি জানিয়েছেন, একদমই ভিন্নরকম একটি গল্প। চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং। এখানে জুটি থাকলেও তাদের একসঙ্গে কোনো দৃশ্য নেই।

তিনি আরও জানিয়েছেন, নাটকটিতে আমি কপিলা চরিত্রে কাজ করছি। আর কুবের চরিত্রে রয়েছেন মিশু সাব্বির। আমার বিশ্বাস দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে।