Can't found in the image content. নিজের দাম বাড়ালেন রাশমিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নিজের দাম বাড়ালেন রাশমিকা

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

নিজের দাম বাড়ালেন রাশমিকা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়ে বক্স অফিস দাপিয়ে বেড়ান এই অভিনেত্রী। এরই মধ্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিলেন রাশমিকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, রাশমিকা মান্দানা প্রতি সিনেমার জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন। এখন তা বাড়িয়ে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘পুষ্পা’ সাফল্যের পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন। ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা। তবে এ সিনেমায় ৪ কোটির রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। গত ৫ আগস্ট মুক্তি পায় এটি। হিন্দি ভাষার ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ সিনেমার কাজ শেষ করেছেন রাশমিকা। এ ছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।