Can't found in the image content. রোগির সাথে প্রতারণা বরিশালে ডায়াগনস্টিক সেন্টার মালিক গ্রেপ্তার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রোগির সাথে প্রতারণা বরিশালে ডায়াগনস্টিক সেন্টার মালিক গ্রেপ্তার

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

রোগির সাথে প্রতারণা বরিশালে ডায়াগনস্টিক সেন্টার মালিক গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে বরিশালের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাওনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর সদর রোডের ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ডাক্তার দেখানোর জন্য বরিশালে আসেন বরগুনার বাকপ্রতিবন্ধী আমেনা বেগম। তিনি নগরীর মোখলেছুর রহমান ক্লিনিকে গেলে এক দালালের খপ্পরে পড়েন। তিনি আমেনা বেগমকে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

পুলিশ আরও জানায়, ওই ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আমেনাকে দেখে ১০ হাজার টাকায় ৯টি পরীক্ষা করতে দেন। ২৫ মিনিটের মধ্যে ৯টি ওই টেস্টের রিপোর্ট দেয়া হয়। এতে সন্দেহ হয় বাকপ্রতিবন্ধী আমেনার। তিনি বিষয়টি তার এক আত্মীয়কে জানান। ওই আত্মীয় তাকে ঘটনাটি প্রতারণা বলে জানান।

পরে বাকপ্রতিবন্ধী ওই নারী বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, শুক্রবার দুপুরে নগরীর সদর রোডস্থ সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মালিক শাওনকে আটক করে থানায় আনা হয়। 

কোতোয়ালি থানার ইনচার্জ আজিমুল করিম বলেন, এক নারী রোগীর টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার থেকে মালিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রতারণার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।