ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

স্বপ্ন দেখে বসতঘরের মাটি খুঁড়ে মিলল মূল্যবান প্রাচীন মূর্তি

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

স্বপ্ন দেখে বসতঘরের মাটি খুঁড়ে মিলল মূল্যবান প্রাচীন মূর্তি
কক্সবাজারের রামুতে এক মুসলিম পরিবারের বসতঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে মহামূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি। 

উদ্ধার বুদ্ধমূর্তিটি বৃহস্পতিবার রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালার চৌধুরীপাড়ায় আবদুর রহিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে এই বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়। 

উদ্ধারকারী আব্দুর রহিম জানান, বেশ কয়েক দিন ধরেই তার স্ত্রী নুর বেগম তাদের বসতঘরের মাটির নিচে বুদ্ধমূর্তি থাকার বিষয়টি স্বপ্নে দেখছিল৷ পরে মাটি খুঁড়লে দুই ফুট নিচে বুদ্ধমূর্তিটি পাওয়া যায়।

সরেজমিন দেখা গেছে, বুদ্ধমূর্তিটি প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৪ ইঞ্চি প্রশস্ত। বুদ্ধমূর্তিটির পেছনের অংশে দুটি বড় চিহ্ন দেখা গেছে।

উদ্ধারের পর বুদ্ধমূর্তিটি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথেরর কাছে হস্তান্তর করা হয়েছে। 

কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় বুদ্ধমূর্তিটি আব্দুর রহিম ও তার স্ত্রী রাংকুটে দিতে আসেন। এই বুদ্ধমূর্তিটি বেশ প্রাচীন বলে দাবি এ ভিক্ষুর। বুদ্ধমূর্তিটি পাওয়ার পর যথাযথভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের কথাও জানান জ্যোতিসেন ভিক্ষু।