ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

গর্ত ও খানাখন্দে বড় দূর্ঘটনার শঙ্কা জগদীশপুর হতে নোয়াপাড়া রাস্তায়

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২

গর্ত ও খানাখন্দে বড় দূর্ঘটনার শঙ্কা জগদীশপুর হতে নোয়াপাড়া রাস্তায়
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক জগদীশপুর (তেমুনিয়া) হতে নোয়াপাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘ দিন সংস্কার কাজ না হওয়ায় ৪ কিলোমিটার রাস্তায় ৯ টি বড় গর্ত তাছাড়া ছোট ছোট গর্ত সমগ্র রাস্তায়। একটু বৃষ্টি হলেই গর্তে জমে থাকে পানি দেখলে মনে হয় জলাশয়। রাস্তটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। 

এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন অনেকেই। নাজেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

সরেজমিনে গিয়ে রাস্তাটির বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, অসংখ্য স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জেলা শহরের সাথে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সমস্যা সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহত বেড়ে চললেও কর্তৃপক্ষ উদাসীন। যেন দেখার কেউ নেই। এই রাস্তাটির সংস্কার কাজ না হওয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকও সমালোচনা মূলক পোস্ট দেখা যাচ্ছে।

এক টমটম চালকের সাথে কথা বললে সে জানায়, এই রাস্তা দিয়ে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শ্রমিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে। তবে রাস্তার করুণ দশায় জনজীবন তাদের বিঘ্ন ঘটছে। 

উল্টে যাওয়া অটোরিক্সা চালক বলেন, রাস্তায় গর্তের কারণে যাত্রীরা সিএনজি ও অটো রিক্সায় উঠতে চায় না। ফলে আয় রুজি কম হয়। ভাড়া আগের তুলনায় বাধ্য হয়ে আগের তুলনায় ৫ টাকা ভাড়া ১০ টাকা হয়েছে। কারণ যাত্রী সংকট রাস্তা খারাপ হওয়ায় গাড়ীর পার্টস বেশি বেশি নষ্ট হচ্ছে। আগের তুলনায় এসব পার্টসের দামও বৃদ্ধি পেয়েছে।