Can't found in the image content. সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২

সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। তার নাম মো. রেজাউল করিম লিটন।

বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ৭টার দিকে সদরপুর থানার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদরপুর থানার ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায় একটি বাড়িতে এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বুধবার সকাল ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে লিটনকে ২৮কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদরপুর থানায় মাদক মামলা হয়েছে।