জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
সিরাজগঞ্জের
শাহজাদপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই
গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত ও
অন্তত ২০ জন আহত
হয়েছেন।
শুক্রবার
উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচরকৈজুরি গ্রামে
এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে
পুলিশ।
নিহত
গঞ্জের আলী খাঁ (৬০)
পূর্বচর কৈজুরি গ্রামের প্রয়াত মহরম খাঁর ছেলে।
আহতদের
স্থানীয় ও জেলা সদরের
বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর সার্কেল এএসপি হাসিবুল ইসলাম বলেন, পূর্ব শক্রতার জেরধরে কৈজুরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য চুন্নু ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর প্রমানিক সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
“শুক্রবার
সকালে আবার উভয় পক্ষ
দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে
পড়ে।”
এ
সময় ভাংচুর ও ধাওয়া পাল্টা
ধাওয়ার ঘটনা ঘটে জানিয়ে
তিনি বলেন, “সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গঞ্জের আলী মারা যান।
তার নাভির নিচে তিনটি আঘাতর
চিহ্ন রয়েছে।”
ওসি
জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ
উদ্ধার এবং উভয়পক্ষের ছয়
জনকে আটক করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ
ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।