ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২

সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার দিনভর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চান্দেরকীর্তি এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারী দল ওই এলাকার প্রায় ৭ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও গ্যাসের রাইজার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পান সেজন্য তিতাস গ্যাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে ৭ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্চচাপ সম্পন্ন বাণিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। 

তিনি জানান, ইতোমধ্যে এই উপজেলায় ১০ হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।