ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বঙ্গোপসাগরে ট্রলারডুবে ২ জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

বঙ্গোপসাগরে ট্রলারডুবে ২ জেলে নিহত

ভোলা সংলগ্ন বঙ্গোপসাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছধরা ট্রলারডুবি পর দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে; এক জেলে নিখোঁজ রয়েছেন।

 

শুক্রবার ভোরে বঙ্গোপসাগর মোহনার লাল বয়া এলাকায় মাছ শিকার করার সময় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. মাহাবুব মাঝি (৩৬) মো. রুবেল মাঝি (২৭)

 

স্থানীয় জেলেদের বরাতে মনপুরা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, বুধবার [২২ সেপ্টেম্বর] সকালে মনপুরার হাজিরহাট চরফৈজুদ্দিন গ্রাম থেকে গিয়াস উদ্দিন মাঝির ট্রলার নিয়ে ১১ জেলে বঙ্গোপসাররের মোহনায় মাছ শিকার করতে যান।

 

শুক্রবার ভোরের দিকে লাল বয়া এলাকায় মাছ শিকার করছিল তারা। ওই সময় একটি কর্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

 

ওসি বলেন, ওই সময় পাশে থাকা কামাল মাঝির ট্রলার দ্রুত ডুবে যাওয়া ট্রলারের মাহফুজ আলম মাঝি, মনির মাঝি, শাহীন মাঝি, গিয়াসউদ্দিন মাঝি, মনির হোসেন মাঝি, কামাল, হাফেজ মাঝি নাছির মাঝিকে জীবিত উদ্ধার করে এবং মাহবুব মাঝি রুবেল মাঝির মৃতদেহ উদ্ধার করে।

 

কিন্তু আরেক জেলে নিখোঁজ রয়েছেন; তার নাম পাওয়া যায়নি। তার সন্ধান চালানো হচ্ছে।