Can't found in the image content. বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি সাওয়ান্ত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২

বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি সাওয়ান্ত
বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মধ্যমে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি।

দুজনে মিলে টিকটক ভিডিও করেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের আপডেট। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি।

তিনি বলেন, ‘আলিয়া বিয়ের দুই দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান। আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’

এর আগে অবশ্য বিয়ে করবেন না বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে প্রেমিককে নিয়ে নিজের সুখের মুহুর্ত পার করছেন তিনি। ঘুড়ে বেড়াচ্ছেন, ছুটি কাটাচ্ছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমিকের পোশাক নিয়ে অভিযোগের কথা জানিয়েছিলেন রাখি। ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও 'গডফাদার' নেই বলেই খানিক খোলামেলা পোশাক পরতে হয়, নয়তো কেউ কাজ দেবে না। তার একটিই অনুরোধ প্রেমিকের কাছে, কেবল যেন পা-খোলা পোশাক পরার অনুমতি দেন তিনি। তবেই লোকজন তাকে কাজে ডাকবেন।

সূত্র: নিউজ ১৮