Can't found in the image content. নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসাইন আমার সংবাদ’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্খানীয়দের বরাতে ওসি জানান, বনপাড়া থেকে ঢাকাগামী আর.কে.আর পরিবহন ও বনপাড়াগামী আবির এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে।