Can't found in the image content.
হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২
টাঙ্গাইলের
ধনবাড়ীতে বিক্ষোভ-সমাবেশে করেছে উপজেলা বিএনপি। জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গত সোমবার বিকাল
হতে সন্ধ্যায় পর্যন্ত এ বিক্ষোভ-সমাবেশ
করে তাঁরা।
সমাবেশ শেষে পৌর শহরের পৗর শহরের চৌরাস্তাস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এবং একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরকার সহিদ, সাবেক বিএনপি নেতা আবদুল লতিফ পান্না,ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক নেতা কামাল তালুকদার মিন্টু প্রমুখ।
বক্তব্যে বক্তারা জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিভিনন্ন সমসাময়িক বিষয় নিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন।
এ সময় বিএনপি নেতা খলিলুর রহমান মাষ্টার, হাফেজ খাইরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ সহ উপজেলার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।