Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
ব্রিটিশ
বিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ
পলাশ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রীতিলতা’। বাংলার স্বাধীনতার অগ্নিশিখা বিপ্লবী
প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষ ‘প্রীতিলতা’
টিম আয়োজন করেছেন সংবাদ সম্মেলনের৷
শুক্রবার
(২৪ সেপ্টেম্বর) এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রধান চরিত্র সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
জীবনের
দূর সময় কাটিয়ে নব উদ্যমে ফিরে প্রথমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন নায়িকা। পরীমনি
বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন,
তাদের সেই আত্মবিশ্বাস যেন আমি রাখতে পারি। দুই বছর ধরেই চরিত্রটির জন্য মানসিক প্রস্তুতি
নিচ্ছি। আমাদের এ জার্নির সাথে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্র নিয়ে
আলাদাভাবে কিছু বলতে চাই না৷ আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।
নির্মাতা
রাশিদ পলাশ বলেন, ‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই
সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম৷ অবশেষে আমাদের জার্নি শুরু। এই সিনেমায় যুক্ত
হওয়ার জন্য পরীমণির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরে শেষের দিকের সিনেমার বাকি অংশের
শুটিং শুরু করব।
এ
সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজা`সহ ‘প্রীতিলতা’
টিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমণি ছাড়াও আরো অভিনয় করছেন
তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।