Can't found in the image content. পঙ্কজ দেবনাথের অব্যাহতিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পঙ্কজ দেবনাথের অব্যাহতিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২

পঙ্কজ দেবনাথের অব্যাহতিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার খবরে তার নির্বাচনী এলাকা হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

সোমবার বিকালে শুরু হওয়া এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন থেমে থেমে রাত ৮টা পর্যন্ত চলে দুই উপজেলার বিভিন্ন হাট-বাজারে।
মেহেন্দীগঞ্জ উপজেলা সদরে বিকালে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন তালুকদার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়। 

কেন্দ্রের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দীন খান বলেন, পঙ্কজ দেবনাথের ব্যাপারে দলের সিদ্ধান্তের খবর প্রকাশের পর থেকে দলীয় নেতা-কর্মীরা নানাভাবে আনন্দ প্রকাশ করছেন। 

একইভাবে পঙ্কজ দেবনাথের অব্যাহতির খবরে সন্ধ্যায় হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা। পরে তারা দলীয় নেতা-কর্মী এবং পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। 

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপুর নেতৃত্বে কাউরিয়া বাজার ও সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খানের নেতৃত্বে হরিনাথপুর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু বলেন, পঙ্কজ দেবনাথ তার নিজস্ব বাহিনীর মাধ্যমে এলাকায় যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তাতে প্রতিপক্ষরা কোণঠাসা হয়ে পড়েছিল। অব্যহতির খবরে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান তিনি। 

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি পঙ্কজ দেবনাথকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

সোমবার দুপুরে এই চিঠি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের হাতে পৌছে।