বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো কৃষি ও কৃষক। যে দেশে কৃষিতে যত উন্নত সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। কৃষি খাতে সরকারের উন্নয়নের সাথে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষিতে আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে। কৃষিই দেশের প্রধান চালিকা শক্তি।
কৃষিমন্ত্রী গত রবিবার(১১ সেপ্টেম্ব২২)ইং বিকালে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি রেজিয়া কলেজের লেকে মাছের পোনা অবমুক্ত করণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, মাছ মানুষের আমিষের ঘাটতি পূরণ করে। মাছ চাষ খুবই লাভজনক। বর্তমান সরকার কৃষির উপর অধিক গুরুত্ব দিয়েছেন আমরা কৃষি ও দেশের কৃষকে এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছি। কৃষি ও কৃষকদের কে এগিয়ে নিতে আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে কৃষি মন্ত্রনালয় থেকে।
এসময় টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম ও ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ , মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠনে মুশুদ্দি রেজিয়া কলেজের লেকে ৯০ কেজি বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। পরে মন্ত্রী তার মায়ের নামে প্রতিষ্ঠিত মুশুদ্দি রেজিয়া কলেজ পরিদর্শন করেন। কলেজ পরিদর্শনকালে লেখাপড়ার মানন্নোয়ন নিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।