পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সড়ক বিভাগ।
পরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে সড়ক প্রশস্ত করা না গেলেও সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে।
সোমবার সকালে নগরীর সাগরদী ব্রিজ থেকে শুরু করে দপদপিয়া ফেরি ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যেগে যৌথ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এবং জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে সহায়তা করেন বরিশাল মহানগর পুলিশ ও র্যাব-৮ এর সদস্যরা।
তিনি জানান, বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যেগে সাগরদী ব্রিজ থেকে পুরাতন দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় বরিশালের দক্ষিঞ্চলের ছয় জেলায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে তাই সড়কের পাশে অবৈধ স্থপনা থাকায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে। আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক বিভাগের কাছে বুঝিয়ে দেবো ।
এ সময় রূপাতলির দুটি পেট্রোল পাম্পকে সড়কের নিচ থেকে ট্যাংকি সড়িয়ে নিতে সাত দিনের সময় দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।