Can't found in the image content. Dipanwita Rakshit খলনায়িকা এবার নায়িকা, খুকুমণির নায়ক হচ্ছে কে? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

Dipanwita Rakshit খলনায়িকা এবার নায়িকা, খুকুমণির নায়ক হচ্ছে কে?

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

Dipanwita Rakshit খলনায়িকা এবার নায়িকা, খুকুমণির নায়ক হচ্ছে কে?

স্টার জলসার নতুন সিরিয়ালে নতুন জুটি, দীপান্বিতার সঙ্গে ‘খুকুমণি হোম ডেলিভারিতে দেখা মিলবে রাহুল মজুমদারের।

 

বাংলা টেলিভিশনে এখন নতুন সিরিয়ালের ছড়াছড়ি। সদ্যই শুরু হয়েছে, ‘সর্বজয়া,‘উমা,'আয় তবে সহচরী'-র মতো ধারাবাহিক। তার মাঝেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক আসন্ন ধারাবাহিকের প্রোমো।

 

খুকুমণি হোম ডেলিভারি-র প্রোমো দেখে কিছুটা হতবাক দর্শক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় কে থাকছেন তা তো ইতিমধ্যেই স্পষ্ট। দীপান্বিতা রক্ষিতকে এই সিরিয়ালে দেখা যাবে খুকুমণির ভূমিকায়। যাঁকে এর আগে ‘সাঁঝের বাতি ধারাবাহিকের চুমকির চরিত্রে দেখেছে দর্শক।

 

সাঁঝের বাতির দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবীর অংশ হননি দীপান্বিতা। এবার একদম ভোল পালটে হাজির হচ্ছেন তিনি। ‘সাঁঝের বাতিতে খলনায়িকা হিসাবেই শুরু হয়েছিল তাঁর জার্নি, এবার নায়িকার ভূমিকায়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।