Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
স্টার জলসার নতুন সিরিয়ালে নতুন জুটি, দীপান্বিতার সঙ্গে
‘খুকুমণি হোম ডেলিভারি’তে দেখা মিলবে রাহুল মজুমদারের।
বাংলা টেলিভিশনে এখন নতুন সিরিয়ালের ছড়াছড়ি। সদ্যই শুরু হয়েছে, ‘সর্বজয়া’,‘উমা’,'আয় তবে
সহচরী'-র মতো ধারাবাহিক। তার মাঝেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক আসন্ন
ধারাবাহিকের প্রোমো।
‘খুকুমণি হোম ডেলিভারি’-র প্রোমো
দেখে কিছুটা হতবাক দর্শক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় কে থাকছেন তা তো ইতিমধ্যেই স্পষ্ট।
দীপান্বিতা রক্ষিতকে এই সিরিয়ালে দেখা যাবে খুকুমণির ভূমিকায়। যাঁকে এর আগে ‘সাঁঝের
বাতি’ ধারাবাহিকের
চুমকির চরিত্রে দেখেছে দর্শক।
সাঁঝের বাতির দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি
দীপান্বিতা। এবার একদম ভোল পালটে হাজির হচ্ছেন তিনি। ‘সাঁঝের বাতি’তে খলনায়িকা
হিসাবেই শুরু হয়েছিল তাঁর জার্নি, এবার নায়িকার ভূমিকায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস।