ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে ইউএনও এর হস্তক্ষেপে ঘর ফিরে ফেলেন ৭০ বছরের বৃদ্ধা

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২

মদনে ইউএনও এর হস্তক্ষেপে ঘর ফিরে ফেলেন ৭০ বছরের বৃদ্ধা
প্রধানমন্ত্রীর উপহার ‘‘জায়গা আছে ঘর নাই প্রকল্পের’’ আওতায় নেত্রকোণা জেলার মদন উপজেলার ২ নং চানগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ৭০ বছর বয়সী রেজিয়া খাতুন একটি ঘর পেয়েছিলেন । 

সেখানে দেড় বছর ধরে বসবাস করছিলেন তিনি। কিন্তু সেখানে আর ঠাঁই হলো না তার। উপহারের এই ঘর সংশ্লিষ্ট ইউপি সদস্যের উপস্থিতিতে কেড়ে নেন ভাতিজা বকুল মিয়া। ঘটনাটি ঘটেছে উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্ন পুর গ্রামে। 
এ বিষয়ে অসহায় রেজিয়া খাতুন শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার মদন উপজেলার ২ নং চানগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র মৃত সামছুদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন (৭০)। তার নিজের কোন জায়গা না থাকায় ভাতিজা বকুল মিয়া ৩ শতাংশ জায়গা লিখে দেন রেজিয়া খাতুনের নামে। সেখানে রেজিয়া খাতুনের নামে ‘‘জায়গা আছে ঘর নাই” প্রকল্পের আওয়তায় ২০১৯/২০ অর্থ বছরে একটি ঘর বরাদ্ধ হয়। দেড় বছর ধরে সেখানে বসবাস করছিলেন রেজিয়া খাতুন। গত ২৬ সেপ্টেম্বর তার ভাতিজা বকুল মিয়ার নেতৃত্বে ইউপি সদস্য হাসিম উদ্দিনের উপস্থিতিতে হেপি আক্তার, হিরণ মিয়া,দানা আক্তার, রেজিয়া খাতুনকে তার আসবাপত্র ঘর থেকে বেড় করে তালাবদ্ধ করে দখল করে রাখে। 

ঘটনার ১৫ দিন পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী অসহায় নারী রেজিয়া খাতুনের পাশে দাঁড়ায়। তারা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের প্রেক্ষিতেই গত শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থণো গিয়ে ঘরটি তালা বদ্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরের তালা ভেঙ্গে রেজিয়া খাতুনকে ঘরটি বুঝিয়ে দেন। 

ভুক্তভোগী রেজিয়া খাতুন কান্না জড়িত কষ্ঠে জানান, শেখের বেঠি একটা ঘর দিছিন,এইডেও নিয়া গেছিন আমার ভাতিজা বকুল। কাইল রাইত ইউএনও স্যার ও হুলিশ আইয়া আমার ঘরডা ফিরাইয়া দিছে। আমি আন্নেরার সবার লাইগ্গে আল্লাহর 
কাছে দোয়া করি।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন ঘর অসহায় গৃহহীনদের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। 

জোরপূর্বক ঘর থেকে বেড় করে দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ। অভিযোগের ভিত্তিতে গতরাত ৮টার দিকে তালাবদ্ধ ঘরটি তালা ভেঙ্গে রেজিয়া খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

সরকারী ঘর দখল করে রাখা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।