টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার সেটি বজায় রাখতে চায়। আপনাদের মগের মুল্লুকের অভ্যন্তরীণ সমস্যা সেখানে সমাধান করেন। এটি আপনাদের নিজস্ব সমস্যা। আপনাদের সমস্যায় বাঙালি জাতিকে কেন মুখোমুখি হতে হবে। আপনাদের গুলি কেন বাংলাদেশের ভূমিতে এসে পড়বে। সীমান্তে আপনারা গুলি করা বন্ধ করুন। বাঙালি জানে কিভাবে বিজয় ছিনিয়ে আনতেন হয়।
তিনি আরো বলেন, দেশে বিএনপি-জামায়াত একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। কারণ তারা দেশ প্রেমহীন। আর আওয়ামী লীগ হচ্ছে মানবিক-দেশপ্রেমিক একটি দল।
এ সময় তিনি আগামী নির্বাচনকে ঘিরে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়ায় একযোগে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের। এর আগে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় সভায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিষেশ বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহদুর প্রমুখ।
পরে বিকেলে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়রের পরিচালনায় শুরু হয়। এতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল বশরকে সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদকে বিনা প্রতিদ্ধন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিগত ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।