Can't found in the image content. সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ ৭ম কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ ৭ম কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ ৭ম কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আজ ১১ সেপ্টেম্বর, রবিবার সকাল ১০ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার অডিটোরিয়ামে নবীনবরণ-২০২২, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার ৭ম কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবীনবরণ প্রস্তুতি কমিটির আহবায়ক হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাখেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজের প্রভাষক এইচ ইমন মুজাফফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, বিএম কলেজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের একটি খ্যাতিনামা কলেজ। জীবনানন্দ দাশ, নলিনী দাশ, সুরকার আলতাফ মাহমুদসহ বাংলাদেশের অনেক খ্যাতিমান মানুষের বিদ্যাপিঠ এই কলেজ। কিন্তু তাদের নিয়ে কলেজ প্রশাসনের কোনো চর্চা নেই। নেই প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার স্মরণে বার্ষিক কোনো আয়োজন। 

বক্তারা আরও বলেন, এই রাষ্ট্র শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপ দিয়েছে। সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবি আজও অপূরণীয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে সাম্প্রদায়িকতা আর মৌলবাদীর প্রশ্রয় দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ লাখ শিক্ষার্থীদের জন্য জাতীয় বাজেটে কোন বরাদ্দ হয়না। তার ফলশ্রুতিতে ক্লাসরুম সংকট,আবাসন-পরিবহন সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের মত ব্রজমোহন কলেজ ও জর্জরিত। এসকল সংকট নিয়ে ধারাবাহিকভাবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লড়াই-সংগ্রাম করে চলছে। বক্তারা নবীন শিক্ষার্থীদের এই লড়াইয়ে যুক্ত হবার আহবান জানান।

এসময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ পরিচয় করিয়ে দেন। 

৭ম নব-নির্বাচিত কমিটি নিম্নরূপ:

সভাপতি: হাফিজুর রহমান রাকিব 
সহ-সভাপতি: উজ্জ্বল চন্দ্র কীর্ত্তনিয়া
সাধারণ সম্পাদক: বিজন সিকদার 
সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম  
দপ্তর সম্পাদক: অনামিকা অনু
অর্থ বিষয়ক সম্পাদক: তাবাসসুম ইসলাম এশা
প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক: রাকিবুল ইসলাম 
পাঠাগার সম্পাদক: শোভন দাশ
সহ-পাঠাগার সম্পাদক: কামরুল ইসলাম 
স্কুল বিষয়ক সম্পাদক: দিবা মনি
সহ-স্কুল বিষয়ক সম্পাদক: মাটি
সদস্য:
১। সায়মা বিনতি
২। জিনিয়া আফরিন অনন্যা