Can't found in the image content. সুশান্তের বোন বলিউডের ছবি ফ্লপ নিয়ে কী দাবি করলেন? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সুশান্তের বোন বলিউডের ছবি ফ্লপ নিয়ে কী দাবি করলেন?

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২

সুশান্তের বোন বলিউডের ছবি ফ্লপ নিয়ে কী দাবি করলেন?

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দু’বছর। এখনো তার অকালমৃত্যুর রেশ কাটেনি পরিবার ও স্বজনদের কাছে। কাছের মানুষকে হারানোর ব্যথা তার পরিবারই জানেন। মৃত্যুর এতদিন পরও সেই ক্ষতই ফের প্রকাশ করলেন সুশান্তের বোন মিতু সিং।

এদিকে বলিউডে শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। প্রথমদিন স্বাভাবিকভাবেই দর্শক ও তারকাদের হিড়িক ছিল সিনেমাটি দেখার। দুর্দান্ত ভিএফএক্স-এর সঙ্গে রণবীর-আলিয়ার রসায়নও দারুণ ছিল। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলেছে।

সাম্প্রতিক সময়ে বলিউডে কোনো সিনেমাই ব্যবসা সফল করতে পারছে না। তারপরও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে প্রত্যাশা, দর্শক খরা কাটিয়ে আশার আলো দেখবে সিনেমাটি। যদিও পেছনের কয়েকটি সিনেমার রেকর্ড ভেঙে ভালোই সাড়া পাচ্ছে এই সিনেমা। তবে সিনেমা দেখার পর দর্শকের প্রতিক্রিয়া শুনে মুখ খুলেছেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্তের বোন মিতু সিং।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, একপাশে সুশান্তে ছবি ও অন্য পাশে ব্রহ্মাস্ত্রের ছবি ভাগ করে নায়কের বোন লিখেছেন, বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ব্রহ্মাস্ত্রই যথেষ্ট। এই দেশ সব সময় সভ্য ব্যবহার, সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে। সেখানে বলিউডের এমন অষৎ মানুষরা কীভাবে মুখ হয়ে উঠতে পারে। দিনের শেষে সত্যেরই জয় হয়।

কয়েক দিন আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এছাড়া ‘রক্ষা বন্ধন’, ‘শামশেরা’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো সিনেমাও দর্শক মহলে গ্রহণযোগ্যতা পায়নি। তাহলে এর নেপথ্যে কি সত্যিই সুশান্তের ব্রহ্মাস্ত্র!