Can't found in the image content. শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার প্রধান - মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার প্রধান - মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার প্রধান - মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন,শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার প্রধান। তিনি বাংলাদেশ প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। প্রতিটা বিভাগ পর্যায়ে বিশ্ববিদ্যালয় করেছেন। জেলা পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করতেছেন। শেখ হাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যা এর আগে অন্য কোন সরকার প্রধান করতে পারেনি। শিক্ষা খাতকে সরকার গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশী বাজেট পাশ করেছে। শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষাই একটি জাতীকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের নাজিরপুর সরকারি কলেজের আয়োজনে শিক্ষক সমাবেশ ও কলেজ একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আগামীতে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে তা গবেষণা করে সে অনুযায়ী নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। আমি চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে চমৎকার গতি নিয়ে চলুক। একটা দেশে শিক্ষিত জাতীর অভাব হলে তা অন্য কাউকে দিয়ে পুরন করা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, বাবু সন্তোষ কুমার মিস্ত্রী, মহীন্দ্র নাথ মজুমদার,  কেশব লাল দাস, গিরিশ চন্দ্র মন্ডল,  মোতাহার আলী হাওলাদার, সুখরজ বেপারী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।