Can't found in the image content. পিরোজপুরে জমি নিয়ে সংঘর্ষে ২ নারীসহ আহত-৩, আটক-১ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পিরোজপুরে জমি নিয়ে সংঘর্ষে ২ নারীসহ আহত-৩, আটক-১

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

পিরোজপুরে জমি নিয়ে সংঘর্ষে ২ নারীসহ আহত-৩, আটক-১
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ২ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ মো. রফিকুল ইসলাম মুন্সী নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছেন।

আহতরা হলেন, উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত চান মিয়া হাওলাদারের ছেলে ঈসা হাওলাদার (৩২), মুসা হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও সগীর হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৪৪)।

আটককৃত রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের আঃ মতলেব মুন্সীর ছেলে।

আহত ঈসা হাওলাদার বলেন, প্রতিবেশী মতলেব মুন্সীর সাথে ঈসা হাওলাদারের দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে ঈসা হাওলাদারের ভাবী বাগানে সুপারী গাছের খোল কুড়াতে গেলে মতলেব মুন্সীর ছেলে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মুন্সী তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার গালে স্ব-জোরে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। তার চিৎকারে অপর এক ভাবীসহ ঈসা হাওলাদার তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম মুন্সীর সহযোগিরাও ছুটে আসেন। এসময় তাদেরকে টেঁটা দিয়ে কুপিয়ে এবং ঈসা হাওলাদাকে রড দিয়ে পিটিয়ে ডান হাটুর নিচের হাড় ফাটিয়ে ফেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।