Can't found in the image content. সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গ্রেপ্তার ৫ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গ্রেপ্তার ৫
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির চান্দু।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃতদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় এর আগেও পাঁচ বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ।