Can't found in the image content. আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ
আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টারসেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ থেমে থেমে ভেসে আসছে বলে জানায় স্থানীয়রা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এদিকে গতকাল শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে পড়ে।