ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ফের গুলি এসে পড়ল বাংলাদেশে, আতঙ্কে স্থানীয়রা

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

ফের গুলি এসে পড়ল বাংলাদেশে, আতঙ্কে স্থানীয়রা
ফের মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু ঘোনার পাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের ৩৪ থেকে ৩৫ নাম্বার পিলারের মধ্যভাগে শূন্যরেখার অভ্যন্তর মেদির বড়গোদা নামক জায়গায় পড়ে বুলেটটি।

নাম প্রকাশে অনিচ্ছুক কোনার পাড়ার সিএনজি ড্রাইভারের স্ত্রী বলেন, আছরের নামাজের পরপর ওপার থেকে একটি বুলেট এসে আমার বাড়ির ওঠানে পড়ে। এমতাবস্থায় আমার ছেলে-মেয়েসহ পাড়া-প্রতিবেশিরা নিজ নিজ বাড়ির ভিতরে অবস্থান করি এবং টহলরত বিজিবিকে খবর দিলে তারা এসে বুলেট নিয়ে যায়।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকায় বসবাসরত সবাইকে সতর্ক অবস্হায় থাকতে বলা হয়েছে। বিজিবির টহল অব্যাহত রয়েছে বলেও জানান এই জনপ্রতিনিধি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।