ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, মার্চ ১৭, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

সারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা

মো. জসিম উদ্দিন, কলমাকান্দা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২

সারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সারের মূল্য নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ও বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট  মো. আবুল হাসেম ।

ওই সময় ক্যাশ মেমো না থাকায় এবং সারের মূল্য বেশি রাখায় মেহেদী এন্টার প্রাইজ কে  তিন হাজার টাকা ও  লক্ষ্মী ট্রেডার্স কে  দুই হাজার টাকা করে মোট  দুজনকে(৫০০০) মোট পাঁচ হাজার টাকা জরিমানা  ও সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে  কলমাকান্দা সদর  বাজারে এ অভিযানটি পরিচালনা করেন। 
এ সময় অভিযানে সহযোগিতা করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম, উপজেেলা কৃষি অফিসার কৃষিবিদ আলহাজ্ব মো. ফারুক আহমেদ।

অভিযান পরিচালনাকালে ইউএনও মো. আবুল হাসেম  বলেন, ন্যায্যমূল্যে সার বিক্রি করা, স্টক রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, ক্যাশ মেমো, মূল্য তালিকা সংরক্ষনের জন্য সকল দোকানদারকে সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত পরিমান সার থাকা সত্বেও কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।