Can't found in the image content. একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২

একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!
দীর্ঘদিনের প্রেম। এরপর ধুমধাম করে সাত পাক ঘুরে সংসার। অথচ একসময়ে বরকে চিনতেনই না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি 'কফি উইথ করণ'-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী।

ক্যাটরিনা বলেন, 'আমি ওর (ভিকির) বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম, আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হল, আমার মন জিতে নিল।'  

জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরবর্তীতে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের বহিঃপ্রকাশ করেন ক্যাট।

ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তার কথায়, 'এটা ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। একসময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হত।'

ভিকি-ক্যাটরিনার 'ভিক্যাট' হয়ে ওঠায় করণের অবদানও কিছু কম নয়। অতীতে 'কফি উইথ করণ'-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। বলেছিলেন, পর্দায় ভিকি তার সঙ্গে মানানসই। এরপরেই স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেললেন পরিচালক-প্রযোজক। ভিকি যখন তার অনুষ্ঠানে এলেন, ক্যাটরিনার সেই বার্তা করণই তার কাছে পৌঁছে দিয়েছিলেন। ভিকিও সে কথা শুনে আহ্লাদে আটখানা!

গত বছর ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছিলেন দুই তারকা। তাদের বিশেষ দিনের সাক্ষী ছিলেন কাছের মানুষেরা। কয়েকজন বলিউড তারকাও আছেন সেই তালিকায়। 

আপাতত দু'জনেই ব্যস্ত কাজ নিয়ে। ভিকির হাতে আছে 'স্যাম বাহাদুর', 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা', 'গোবিন্দ মেরা নাম'-এর মতো ছবি। ক্যাটরিনার ঝুলিতে রয়েছে 'ফোন ভূত', 'জি লে জারা', 'মেরি ক্রিসমাস', 'টাইগার ৩'।