ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

সৈনিক পরিচয়ে বিয়ে, টাকা আত্মসাতের পর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২

সৈনিক পরিচয়ে বিয়ে, টাকা আত্মসাতের পর গ্রেপ্তার
নড়াইল শহরে ডিজিএফআই পরিচয় প্রদানকারী প্রতারক মো.সোহেল রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন রাত ৯টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে সোহেল রানার নামে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে সোহেল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। একই সঙ্গে সৈনিক পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গাগ্রামের মফিজার গাজীর মেয়ে ঝরনা আক্তারকে বিয়ে করেন। তবে বিয়ের কয়েকমাস প্রতারণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান বলেন, সোহেল যেভাবে প্রতারণা করে, তা বোঝার কায়দা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।