Can't found in the image content. সবুজ গাউনে নেটদুনিয়ায় ঝড় তুললেন মিমি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সবুজ গাউনে নেটদুনিয়ায় ঝড় তুললেন মিমি

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

সবুজ গাউনে নেটদুনিয়ায় ঝড় তুললেন মিমি
পুজো ক্রমশ এগিয়ে আসছে। মিমি চক্রবর্তী ও ব্যস্ত হয়ে পড়েছেন একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্টের শুটিংয়ে। এছাড়াও রয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল। যাতে নিত্যনতুন ভ্লগ পোস্ট করেন মিমি। পুজো উপলক্ষ্যে তাও হয়ে উঠতে চলেছে স্পেশ্যাল। এর মধ্যেই সময় বার করে মিমি ইন্সটাগ্রামে তাঁর কয়েকটি ছবি শেয়ার করলেন।

ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে মিমির পরনে রয়েছে সবুজ রঙের সিকুইনড গাউন। গাউনটি হাই-থাই স্লিটেড। ফলে মিমির পায়ের অনেকটা অংশ উন্মুক্ত। গোটা গাউন জুড়ে রয়েছে সবুজ রঙের চুমকির কারুকার্য। গাউনের পিছনে কাঁধের কাছে রয়েছে একটি হুডি।



এই গাউনের সাথে কোনো অ্যাকসেসরিজ পরেননি মিমি। কারণ গাউনটি যথেষ্ট গর্জাস। চুল ওয়েভি সেটিং করে খোলা রেখেছেন। মুখে রয়েছে হালকা মেকআপ। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে মিমি দুটি সবুজ রঙের হার্ট ইমোজি ও সবুজ রঙের সাপের ইমোজি পোস্ট করেছেন।



মিমির ছবির কমেন্ট বক্সে অনিন্দিতা বোস দিয়েছেন দুটি আগুনের ইমোজি। প্রত্যুত্তরে মিমিও অনিন্দিতাকে দিয়েছেন একটি চুম্বনের ইমোজি। মিমির বান্ধবী অঙ্কিতা আগরওয়াল লিখেছেন, মিমি সুন্দরী। তার সাথে তিনি জুড়েছেন দুটি সবুজ রঙের হার্ট ইমোজি।

মিমি উত্তরে তাঁকে লিখেছেন, তিনি অঙ্কিতাকে মিস করছেন। হেয়ার স্টাইলিস্ট সীমা ঘোষ (Seema Ghosh)-ও মিমির সৌন্দর্যের প্রশংসা করার সাথে জুড়েছেন আগুনের ইমোজি। উত্তরে মিমি পোস্ট করেছেন শ‍্যাম্পেনের গ্লাসের ইমোজি।