খাগড়াছড়ির সীমান্ত উপজেলা পানছড়ি থেকে আসার সময় সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০ ঘটিকায় খাগড়াছড়ি শহরের স্বনির্ভ র বাজারের আওতাধিন পুলিশ চেক পোস্টের সামনে মাহেন্দ্র তল্লাসী চালিয়ে ৯৭৫ পিচ ভারতীয় শাড়ীসহ তিন জনকে আটক করে পুলিশ। এ সময় অভিযানের নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর থানার উপ-পরির্দশক মো. মামুন ও এ এস আই মো. সিরাজুল ইসলাম।
আটককৃতরা হলেন, বড়–ন চাকমা (২৩), বিকাশ চাকমা (২৩), মো সাইফুল ইসলাম(৩১)।
বড়–ন চাকমা পানছড়ি উপজেলার পূজগান ইউনিয়নের আর্থিক মনুর ছেলে, বিকাশ চাকমা একই ইউনিয়নের পিত্তলার চাকমার ছেলে ও মো. সাইফুল ইসলাম পানছড়ি ইউনিয়নের দমদম এলাকার মৃত হানিফ এর ছেলে।
খাগড়াছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আমদানি করার অপরাধে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।