Can't found in the image content. গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবস আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবস আজ

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবস আজ
প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়। ১৯৩৪ সালের ২ মে হাওড়ার সালকিয়ায় জন্ম। শৈশব থেকেই নিবিড় সম্পর্ক ছিল নাটক, সাহিত্য ও সঙ্গীতকলার সঙ্গে। মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ ছবিতে প্রথম গান লেখেন। বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তার লেখা গান গেয়েছেন। 

সংগীতের বিভিন্ন শাখায় কাজ করেছেন। হেমন্ত, মান্না দে, গীতা দত্ত, লতা, আশা, হৈমন্তী, শ্যামল, ভূপেন, প্রতিমা, উৎপলা, অরুন্ধতী, সতীনাথ, অনুপ, আরতী মুখোপাধ্যায়সহ অনেক জ্ঞানী-গুণী শিল্পী তার সুরোরোপে গান গেয়েছেন। 

গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস, চিত্রনাট্য ও ছড়া লিখেছেন। তার লেখা গানের সংকলন ‘আমার প্রিয় গান’, ছড়ার সংকলন ‘বাহাত্তুরে’, গল্প সংকলন ‘শেষ সংলাপ’। ‘কথায় কথায় রাত হয়ে যায়’ তার আত্মজীবনী মূলক গ্রন্থ। ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর হুগলী নদীতে লঞ্চ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।