ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ব‌রিশা‌লে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ১০৫ মন পলিথিন জব্দ

বরিশাল ব্যুরো | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

ব‌রিশা‌লে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ১০৫ মন পলিথিন জব্দ
৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ‌্যায় নগরীর পলাশপুরের একটি গোডাউনে জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না‌হিদুর রহমান।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে নগরীর পলাশপুরের ৩নং গলির একটি গোডাউনে অ‌ভিযান চালা‌নো হয়। গোডাউন থেকে ৪ হাজার ২’শ কেজি অর্থাৎ ১০৫ মন অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখেরও বেশী। এ ঘটনায় পলিথিন মালিক আক্কাস হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় প্রসিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক। জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে বলে জানিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না‌হিদুর রহমান। জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন ভ্রাম্যমান বিক্রেতা। তার কোন দোকান নেই। মোটরসাইকেলে করে তিনি দোকানে দোক‌া‌নে গি‌য়ে প‌লি‌থিন বি‌ক্রি ক‌রেন। নগরী ও নগরীর বাইরে তিনি পলিথিন সরবারহ করে থাকেন আক্কাস বেস কিছুদিন ধরে একাজ করছেন।