বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
৬সেপ্টেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় শিক্ষর্থীদের মাঝে গাছের চারাী ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।
পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা পরিষদের ভাইাস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির ও মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমূখ।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, ফল ফসল এবং কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।