Can't found in the image content. মধুপুরে কৃষি মেলার উদ্বোধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

মধুপুরে কৃষি মেলার উদ্বোধন

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২

মধুপুরে কৃষি মেলার উদ্বোধন
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।

৬সেপ্টেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় শিক্ষর্থীদের মাঝে গাছের চারাী ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।

পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা পরিষদের ভাইাস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির ও মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমূখ।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, ফল ফসল  এবং কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।