ছবিতে ছবিতে আগুন জ্বালাচ্ছেন মহানায়িকা নুসরাত জাহান। তার মেদহীন বোল্ড ফিগার তিলোত্তমার উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তার চিকন চকচকে উরু থেকে ফ্ল্যাট বেলি অ্যাবস বুঝিয়ে দিচ্ছে তিনি এবার বলিউডে পারি দিতে চান।
শোনা যাচ্ছে বিগ বসের ১৬ তম সিজন- এ এন্ট্রি নিতে পারেন বাংলার এই বিশেষ মহানায়িকা তথা তৃণমূল সাংসদ অভিনেত্রী। কিন্তু, ঘরে তো এক বছরের সন্তান। তাহলে? এই বিষয়ে নুসরাত সংবাদমাধ্যমদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে এখনই কিছু বলতে চান না, যা বলার চ্যানেল কর্তৃপক্ষ জানাবেন।
তাহলে, ক্ষীণ আশা রয়েছে নুসরাতের। যদি তিনি বিগ বসের ঘরে যান, সেই বিগ বস যেমন হিট হবে, তেমনই তরতর করে এগিয়ে যাবে নুসুর কেরিয়ার। সেইজন্যেই কি সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবির ছড়াছড়ি?