Can't found in the image content. সার না পেয়ে সড়ক অবরোধ করলেন কৃষকরা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সার না পেয়ে সড়ক অবরোধ করলেন কৃষকরা

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২

সার না পেয়ে সড়ক অবরোধ করলেন কৃষকরা
জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ কৃষক। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন সেখানে যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন।

সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কৃষকদের অভিযোগ, নান্দিনা বাজারে মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্সের মালিক বিসিআইসির ডিলার হায়দার আলী আজ সকাল থেকে ইউরিয়া সার বিক্রি করবেন শুনে কয়েকটি এলাকার কৃষক সার নিতে আসেন। 

এসময় চাপ বেশি থাকায় কৃষি অফিসের কর্মকর্তা না পৌঁছা পর্যন্ত সার বিক্রি করা হবে না বলে জানান ডিলার হায়দার আলী। এতে উপস্থিত কয়েকশ কৃষক ক্ষুব্ধ হন এবং বিক্ষোভ শুরু করেন। তারা জামালপুর-ময়মনসিংহ সড়কের ওপর অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় অন্তত আধা ঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ থাকে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, তারা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এরপর তিনি উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করেন। সারের কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।