ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎবার্ষিকী পালিত

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের  শাহাদাৎবার্ষিকী পালিত
যশোরের শার্শায় যথাযথ মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁর সমাধিস্থলে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। 

দিনটি উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।এরপর শ্রদ্ধা জানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবার, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ এবং বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ প্রি ক্যাডেট স্কুল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকীর পক্ষে সহকারী পরিচালক সুবেদার মাসুদ রানা,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল, মেয়ে হাসিনা বেগম,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুজ্জামান লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানী সদর ক্যাম্পের নাবেব সুবেদার গোলাম মওলাসহ আরও অনেকে। 

শ্রদ্ধা জ্ঞাপন শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন যশোর ৪৯ বিজিবির আর টি আব্দুর রহমান। 

স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করার অনন্য নজির স্থাপন করেন। পরে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।